চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের দক্ষিণ পাশে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ শাহজাহান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সকাল ১১টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয় টি নিশ্চিত করে জানান, নিহত শাহজাহান ভেটেনারি সামগ্রী সাপ্লাইয়ের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। চকরিয়ার মগবাজার এলাকা থেকে বিয়ে করে চকরিয়ায় বসবাস করে আসছে। গাড়ি সার্ভিসিং করতে এসে রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চাপায় তিনি দুর্ঘটনাস্থলে মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এএম