মক্কার মসজিদুল হারামে হজযাত্রীদের সহায়তার জন্য চালু করা হয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (AI) রোবট। এই রোবটের মাধ্যমে হজযাত্রীরা সহজেই বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর ও শরিয়াসংক্রান্ত সমাধান পাচ্ছেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‘মানারা ২’ নামের এই স্মার্ট রোবটটি একাধিক ভাষায় কথা বলতে সক্ষম এবং হজযাত্রীদের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দিতে পারে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক দপ্তরের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস রোবটটি উদ্বোধন করেন।
এই রোবট ইসলামী শরিয়াসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে একটি নির্ভরযোগ্য ও নিরীক্ষিত তথ্যভাণ্ডার ব্যবহার করে। কোনো প্রশ্ন পূর্বে সংরক্ষিত না থাকলে, রোবটটি সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইসলামিক স্কলারদের সঙ্গে সংযুক্ত করে দেয়।
এটি আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল রূপান্তরের একটি অংশ হিসেবে কাজ করছে, যা হজযাত্রীদের ধর্মীয় অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, গত রমজানে ‘মানারা’ নামে প্রথম রোবট চালু করা হয় মসজিদুল হারামে।
বিডি প্রতিদিন/জামশেদ