ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের এজেন্টদের আটক করার তথ্য জানিয়েছে ইরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, এই এজেন্টরা ইরানে ঢুকে তাদের সংবেদনশীল স্থাপনায় হামলা চালাতে চেয়েছিল।
মন্ত্রণালয়ের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, উত্তর ইরাক দিয়ে অভিযুক্তরা ইরানে প্রবেশ করে। কিন্তু অন্তর্ঘাতমূলক ‘সন্ত্রাসী অভিযান’ পরিচালনার আগেই তাদেরকে আটক করা হয়।
পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে এই খবর দিল তেহরান।
ইসরায়েলের বিরুদ্ধে ইরান প্রায়ই তাদের পরমাণু স্থাপনায় হামলা এবং বিজ্ঞানীদের গুপ্তহত্যার অভিযোগ তোলে। ইসরায়েল ইরানের অভিযোগ সরাসরি স্বীকার না করলেও অস্বীকারও করে না।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েল সংশ্লিষ্ট নেটওয়ার্কের সদস্যরা ইহুদি দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। তারা ইরাকের কুর্দিস্তান দিয়ে অত্যাধুনিক অস্ত্র এবং শক্তিশালী বিস্ফোরক নিয়ে ইরানে প্রবেশ করে।
তবে কতজনকে আটক করা হয়েছে এবং কোন স্থাপনায় তারা হামলা করতে চেয়েছিল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে সেটা উল্লেখ করা হয়নি।
মোসাদ পরিচালনাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল