ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে ৮টি মিসাইল ও আর্টিলারি অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে-তাদের সেনাবাহিনী মাইকোলাইভ অঞ্চলে আটটি মিসাইল ও আর্টিলারি অস্ত্রের ডিপো ধ্বংস করেছে।
ইউক্রেন মাইকোলাইভ এবং দক্ষিণের বন্দর শহর ওডেসাতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন