ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়ার ৪০ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধে আরও ১০ হাজার সেনা আহত এবং পঙ্গু হয়েছে।’
এদিকে, রুশ সেনাদের রুখতে ইউক্রেনে ৫৮০টি ফনিক্স ঘোস্ট ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এসব ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দেয়া হবে।
গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এই প্যাকেজের আওতায় থাকবে এসব ঘোস্ট ড্রোন এবং হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস এবং বিপুল পরিমাণ গোলা বারুদ।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন