আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় শুক্রবার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। দেশটির পুলিশ এ খবর নিশ্চিত করেছে। অপরদিকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের।
পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, ‘জনাকীর্ণ স্থানে এই বিস্ফোরণ ঘটে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিস্ফোরণস্থলের ভিডিওতে দেখা যায়, ঘটনার পর আহত ব্যক্তিদের সাহায্য করতে লোকজন ছুটে আসছেন।
তবে এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সরকারের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হন। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ