শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চীনা জাহাজের নোঙর করা নিয়ে গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক মহলে বেশ চর্চা চলেছিল। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সকালে ওই বন্দরে নোঙর করল চীনের জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’।
জানা গেছে, এই জাহাজকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয়।
তবে শ্রীলঙ্কার বন্দরে এই জাহাজের নোঙর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে ভারত। সংশয় প্রকাশ করেছে আমেরিকাও। ভারত ও আমেরিকার উদ্বেগর জেরে চীনা জাহাজে প্রবেশের বিষয়ে দোটানায় ছিল দ্বীপরাষ্ট্র। সে কারণে প্রথমে এই জাহাজ প্রবেশে সায় দেয়নি কলম্বো। কিন্তু পরে মত বদলায় তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস, তেলেঙ্গানা টুডে, ইন্ডিয়া টিভি, ডেইলি মিরর এলকে
বিডি প্রতিদিন/কালাম