ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে অভিযান চালিয়ে ‘তিমির বমি’ (অ্যাম্বারগ্রিস) জব্দের দাবি জানিয়েছে দেশটির রাজ্য পুলিশ। প্রায় ৪ কেজি ১২০ গ্রাম ওজনের ওই ‘তিমির বমি’ এর মূল্য প্রায় ১০ কোটি রুপি(বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা)। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভি ও সংবাদ প্রতিদিনের।
উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে টুইটারে এই ঘটনার কথা জানানো হয়েছে। এক পোস্টে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক আঙিনায় নিষিদ্ধ বন্য জীব সংরক্ষণ আইনের অধীনে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৪.১২ কেজি ওজনের ওই অ্যাম্বারগ্রিস পাচার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।’
উল্লেখ্য, তিমির একটি বিশেষ প্রজাতি স্পর্ম হোয়েল। এই প্রজাতির তিমি খাদ্য গ্রহণের পর পরিপাকতন্ত্রে সমস্যা বা অন্য কোনো কারণে যে বমি করে, তাকেই বলা হয় গ্রে অ্যাম্বার বা অ্যাম্বারগ্রিস। যা নিরেট, নরম ও খানিকটা চটচটে এই বস্তুটি ‘ভাসমান স্বর্ণ’ নামেও পরিচিত। বিশ্বজুড়ে সুগন্ধী ও ওষুধশিল্পে অ্যাম্বারগ্রিসের ব্যাপক চাহিদা রয়েছে এবং দুষ্প্রাপ্য হওয়ায় এর দামও অনেক বেশি।
বিডি-প্রতিদিন/শফিক