তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেনের শস্য নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযাগে সমর্থন জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, ইউক্রেনের খাদ্যশস্যের অধিকাংশ ইউরোপীয় দেশগুলোতে যাচ্ছে।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে বলেন, ইউক্রেনের খাদ্যশস্য ধনী দেশগুলোতে যাচ্ছে, দরিদ্র দেশে নয়।
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত জুলাইয়ে রাশিয়া-ইউক্রেন কৃষ্ণসাগরের বন্দর দিয়ে খাদ্যশস্য বিশ্ববাজারে নেওয়ার চুক্তি করে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। কারণ, রাশিয়া বন্দর অবরুদ্ধ করে রাখে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বর্তমান ক্রোয়েশিয়া অবস্থান করছেন। সেখানে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় এরদোয়ান বলেন, যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, ইউক্রেনের শস্য সেসব দেশগুলোতে যাচ্ছে। এটা নিয়ে পুতিন অস্বস্তি প্রকাশ করেছেন বলে জানান তিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল