পাল্টা আক্রমণ চালিয়ে শুধু চলতি সেপ্টেম্বরেই রাশিয়ার দখল করা অঞ্চলের ছয় হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার নিয়মিত ভাষণে জেলেনস্কি এই দাবি করেন।
তিনি বলেন, “ইউক্রেনের বাহিনী পাল্টা আক্রমণের মাধ্যমে সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে। আমরা আরও অগ্রসর হচ্ছি।”
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও পাল্টা আক্রমণে ব্যাপক সাফল্য দাবি করেছে ইউক্রেন। অঞ্চলটির ইজিয়াম, কুপিয়ানস্ক, বালাক্লিয়া শহরসহ কয়েক ডজন এলাকা পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রুশ বাহিনী। এরই মধ্যে এই যুদ্ধ ২০২তম দিনে গড়িয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম