তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সাথে তাইওয়ানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেট এই সিদ্ধান্ত নিয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছে। তবে নতুন আইনটি হওয়ায় আগামী চার বছরে যুক্তরাষ্ট্র ৪.৫ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দেবে তাইওয়ানকে। এর মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, উভয় পক্ষের সমর্থনে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি তাইওয়ান নীতি আইন অনুমোদন করেছে। যা ১৯৭৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাইপেই থেকে বেইজিংয়ের স্বীকৃতি পরিবর্তন করার পর থেকে সম্পর্কের নতুন পথে এগিয়ে গেল।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পরে তাইওয়ানের জন্য উদ্বেগের কারণ হওয়ার পর যুক্তরাষ্ট্র এই আইন পাশ করল।
এদিকে সিনেটর বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সদস্য বব মেনেনডেজ এই কমিটির নেতৃত্ব দেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চায় না, তবে চীনের প্রতি স্বচ্ছ দৃষ্টি থাকা দরকার।
বিডি প্রতিদিন/আবু জাফর