৩ অক্টোবর, ২০২২ ১৭:৫৮

বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

অনলাইন ডেস্ক

বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ৯২ জন নিহত হয়েছেন।

বিক্ষোভের দুই সপ্তাহ পর মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন। বিক্ষোভ ‘পূর্বপরিকল্পিত’ মন্তব্য করে তিনি বলেন, ‘এটা ইরানের সাধারণ জনগণের বিক্ষোভ নয়।’

২২ বছর বয়সী তরুণী মাসা আমিনির মৃত্যুকে ‘তিক্ত ঘটনা’ উল্লেখ করে খামেনি বলেন, ‘তার মৃত্যুতে আমার হৃদয় ভেঙেছে।’

তবে মৃত্যু কেন্দ্র করে কিছু মানুষ সড়কে অনিরাপত্তা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি এই ঘটনার নিন্দা জানান। খামেনি বলেন,  ‘এটা পরিকল্পিত দাঙ্গা। এর জন্য তিনি চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন ‘ সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর