ইমরান খানকে একজন স্বীকৃত চোর বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একজন স্বীকৃত মিথ্যাবাদী ও চোর। তিনি পাকিস্তানকে অসম্মানীত করেছেন, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে অর্থ লুটেছেন।’
লাহোরে এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ একথা বলেছেন বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ডন। শাহবাজ আরও বলেন, ইমরান খান চুরি করে ক্ষমতায় আসেন। পিটিআইয়ের চেয়ারম্যান রাষ্ট্রীয় উপহার নিলামে বিক্রি করেছেন বলেও উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, নিলাম থেকে পাওয়া অর্থ যদি তিনি রাষ্ট্রী কোষাগারে রাখতেন তাহলে মানুষ তাকে সালাম জানাতে পারতো। রাজনৈতিক বিরোধী হওয়া সত্ত্বেও আমিও তাই করতাম। ইমরান খান পাকিস্তানকে অসম্মানিত করেছেন বলেও উল্লেখ করেন শাহবাজ।
বিডি-প্রতিদিন/শফিক