যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক দেশটির প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ঋষি সুনাকের ওপর অধিকাংশ সংসদ সদস্যের প্রকাশ্য সমর্থন রয়েছে।
গেল গ্রীষ্মে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে লিজ ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এবার প্রার্থীতা ঘোষণায় তিনি বলেছেন, ‘দেশের জন্য অর্থনীতি পুনরুদ্ধার করবেন এবং দলকে ঐক্যবদ্ধ করবেন।’
এ নিয়ে কনজারভেটিভ পার্টির নেতা তথা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিলেন। আরেকজন হলেন পেনি মরড্যান্ড।
খবর অনুসারে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল রাতে সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেননি তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল