ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে বরিস জনসন নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পরই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের পথ অনেকটাই মসৃণ হয়। আর ঋষিই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়তেই ডলারের বিপরীতে বাড়তে শুরু করেছে ব্রিটেনের মুদ্রা পাউন্ডের দাম।
সোমবার সকালে ব্রিটিশ স্টারলিংয়ের দাম ০.৪ শতাংশ বেড়ে ১.১৩৫ এ দাঁড়িয়েছে। বরিস জনসন কনজারভেটিভ নেতৃত্বের দৌড় থেকে বাদ পড়ার পরই বাড়তে থাকে পাউন্ড স্টারলিংয়ের দাম।
ক্রমাগত রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ব্রিটেনের মুদ্রার দাম ১.১১ ডলারে নেমে গিয়েছিল।
ক্রোল ইনস্টিটিউট কনসালটেন্সির গ্লোবাল চিফ ইকোনমিস্ট মেগান গ্রিন বিবিসি টুডে প্রোগ্রামকে বলেছেন, সুনাকের অবস্থান বাজারকে শান্ত করতে ‘সহায়তা করবে’।
তিনি বলেন, “দুই সপ্তাহ আগেও যুক্তরাজ্যকে সম্পূর্ণরূপে অ-বিনিয়োগযোগ্য লাগছিল।”
যদিও তিনি সতর্ক করে বলেন যে, বিনিয়োগকারীরা ‘এখনও সতর্ক’ এবং যুক্তরাজ্যকেও সতর্কতার সাথেই সামনে এগোতে হবে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম