উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সাগরে পরস্পর গুলি বিনিময় করেছে। দুই দেশের সেনাবাহিনী বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, উভয়পক্ষ পরস্পরকে সমুদ্রসীমা লঙ্ঘনে অভিযুক্ত করে সতর্কতামূলক গুলি চালানোর কথা বলেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ সমুদ্রসীমা (নর্দান লিমিট লাইন) অতিক্রম করছিল। জাহাজটিকে সতর্ক করতে তারা গুলি ছুড়েছেন।
অন্যদিকে উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলেছে, সমুদ্রের জলসীমায় তারা অন্তত ১০ রাউন্ড গোলা ছুড়েছেন। যেখানে গোলা ছোড়া হয়েছে সেখানে শত্রুবাহিনীর জাহাজ শনাক্ত হয়েছিল।
আল জাজিরার খবর অনুসারে, সতর্কতামূলক গুলি ছোড়া হলেও দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষের রিপোর্ট পাওয়া যায়নি। কোরিয়ান দ্বীপের ‘নিম্ন চিহ্নিত সমুদ্রসীমা’ দুই কোরিয়ার মধ্যে দীর্ঘ বিরোধের উৎস হয়ে দাঁড়িয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল