ইসরায়েলের ১০ জন এজেন্টকে আটকের দাবি করেছে ইরান। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এসব এজেন্টরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সরাসরি ভিডিও নির্দেশনায় কাজ করতো।
খবর অনুসারে, পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে এই এজেন্টদের আটক করা হয়।
ইরান এবং ইসরায়েল পরস্পরের দীর্ঘ দিনের শত্রু। ইসরায়েলের অভিযোগ, ইরান তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণে সমর্থন দেয়। অন্যদিকে ইরানের দাবি, তাদের বেশ কয়েকজন কর্মকর্তাকে ইসরায়েল হত্যা করেছে। যদিও ইসরায়েল সরাসরি এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে না আবার অস্বীকারও করে না
ইসরায়েলি এজেন্ট আটকের বিষয়ে ইরানের ফার্স নিউজের খবরে বলা হয়েছে, আটককৃতরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত এমন মানুষদের গাড়ি ও বাড়িতে আগুন দিয়েছে। এসব আগুনের ছবি ধারণ করে তারা মোসাদ এজেন্টদের কাছে পাঠিয়েছে।
সম্প্রতি কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে ইরানে বড় ধরনের বিক্ষোভ হয়। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। এই ঘটনার জন্য ইসলামিক রিপাবলিক অব ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দোষারোপ করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল