সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আসন্ন আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসকেরা তাকে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছেন। ফলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যুবরাজ সালমানের প্রতিনিধিত্ব করবেন।
গত শনিবার ফরাসি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, যুবরাজ সালমান আরব লীগের সম্মেলনে অনুপস্থিত থাকার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে তিনি এখন ভ্রমণ করতে পারবেন না।
বিশ্বজুড়ে মহামারি করোনায় সবকিছু স্থবির হয়ে যায়। এতে আরব লীগের সম্মেলনও হয়নি। করোনার বিধিনিষেধ কাটিয়ে আলজেরিয়ায় প্রথমবারের মতো আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে সব আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১৯৪৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২২টি মুসলিম দেশ নিয়ে গঠন করা হয় আরব লীগ। এর মধ্যে সাম্প্রতিক সময়ে চলা যুদ্ধের কারণে সিরিয়াকে বরখাস্ত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল