রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ভ্যাসিল দিনকু পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে তিনি ‘বিতর্কিত মন্তব্য’ করেছিলেন।
ব্লুমবার্গের খবর অনুসারে, ভ্যাসিল দিনকু বলেছিলেন, যুদ্ধ সমাপ্তির জন্য এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য ইউক্রেনকে কিছু এলাকা ছেড়ে দিতে হতে পারে। তার এমন মন্তব্যের সমালোচনা করেন রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস।
প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের জবাবে রোমানিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, কার সঙ্গে সমঝোতা প্রয়োজন সে সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র কিয়েভ।
পদত্যাগপত্রে রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘চেইন অব কমান্ড যাতে সহজে সিদ্ধান্ত নিতে পারে তার জন্য আমি আমার স্থান ত্যাগ করার প্রয়োজন মনে করছি।’ গত ৮ অক্টোবর টেলিভিশনে এক সাক্ষাৎকারে দিনকু বলেছিলেন, ইউক্রেন সরকার রাশিয়ারে সঙ্গে আলোচনা শুরু করতে সক্ষম না। কারণ হিসেবে তিনি বলেছিলেন, রাশিয়ার রাজনৈতিক নেতারা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত নন। ইউক্রেনের সঙ্গে রোমানিয়ার সীমান্ত রয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোরও সদস্য।
বিডিপ্রতিদিন/কবিরুল