লিজ ট্রাস ৪৫ দিনের মাথাতেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। যথেষ্ট সমর্থন না পাওয়ায় পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে গেছেন বরিসন জনসন।
আর প্রতিদ্বন্দ্বি হিসেবে এখন পর্যন্ত টিকে থাকা পেনি মারডান্টও আছেন সমর্থন সঙ্কটে। আর তাতেই ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ ঋষি সুনাকের। গণমাধ্যমের খবর বলছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সুনাকই এগিয়ে আছেন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ঋষি সুনাকের রাজনৈতিক ও ব্যক্তি জীবন।
২০১৫ সালে রিচমন্ডের এমপি হয়েছিলেন সুনাক। ২০২০-২০২২ তিনি পালন করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রীর দায়িত্ব।
সুনাকের জন্ম ১৯৮০ সালে সাউদাম্পটনে। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও যুক্তরাজ্যে তার পরিবার এসেছিল পূর্ব আফ্রিকা থেকে। তার বাবা ছিলেন চিকিৎসক আর মায়ের ছিল ওষুধের দোকান।
প্রথম এশিয়ান হিসেবে তিনিই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
উইনচেস্টার কলেজের পর অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন ঋষি। তিনি ভারতীয় ধনকুবের অক্ষতা মূর্তি। তাদের রয়েছে দুই কন্যা।
নিজের সম্পদ নিয়ে কখনো জনসম্মুখে মুখ খোলেননি সুনাক। তবে ধারণা করা হয়, তার অধীনেও আছে অঢেল সম্পদ।
মদ না খেলে কোলা তার প্রিয় পানীয়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল