রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানের কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই তালিকায় আছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাগেরি। নিষেধাজ্ঞার আওতায় রাখায় ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা দিয়ে তার যে সম্পদ আছে তা নিয়ে আসন্ন শীতে কয়লা কেনার পরামর্শ দিয়েছেন তিনি।
কিয়েভ এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর অভিযোগ, ইউক্রেন আক্রমণে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে। যদিও ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করছে।
রাশিয়াকে ড্রোন দেওয়ার কারণে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের সশস্ত্র বাহিনীর তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই নিষেধাজ্ঞার জবাবে মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাগেরি বলেছেন, তাদেরকে (ইউরোপীয় ইউনিয়ন) বিশ্বের সকল ব্যাংকে আমার জমানো অর্থ ও সম্পদ শনাক্ত এবং জব্দ করার অনুমতি দেওয়া হলো। এটা নিয়ে আসন্ন কঠিন শীতে ইউরোপীয় নাগরিকদের জন্য কয়লা কিনুক তারা।
ইউক্রেন যুদ্ধ ইউরোপে জ্বালানি সংকটের সৃষ্টি করেছে। এই ব্লকের অনেক দেশ আসন্ন শীত সামনে রেখে কয়লা ও কাঠ কিনতে শুরু করেছে। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল