একজন সেটলারকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইসরায়েল। আল জাজিরার খবরে বলা হয়েছে, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর ইসরায়েল এই প্রথম কোনো সেটলারকে সেনাপ্রধান করল।
রবিবার নিয়োগ পাওয়া মেজর জেনারেল হারজি হালেভি নামে ইসরায়েলের এই সেনাপ্রধান আগামী ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ হালেভিকে সেনাপ্রধান করার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আমার কোনো সন্দেহ নেই, সেনাপ্রধান হতে তিনি সঠিক ব্যক্তি।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চলে যেসব ইহুদি গোষ্ঠী (কমিউনিটি) গড়ে উঠেছে তারা সেটলার নামে পরিচিত। এই সেটলাররা ফিলিস্তিনিদের ভূমি ও বাড়িঘর দখলে অভিযুক্ত। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেটলারদের সংখ্যা ৬ লাখ।
বিডিপ্রতিদিন/কবিরুল