ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, কিয়েভকে ইসরায়েল সহায়তা না দেওয়ার কারণেই রাশিয়া-ইরান ঘনিষ্ঠ হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলো অভিযোগ করছে, ইউক্রেনে আক্রমণ করতে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করছে।
ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ায় তেহরানের চিরশত্রু ইসরায়েলের কাছে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা চেয়েছেন জেলেনস্কি। কিন্তু মৌখিকভাবে সমর্থন দিলেও ইউক্রেনকে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা দিতে চায়নি ইসরায়েল। এ কারণে জেলেনস্কি ইহুদি ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার এক বক্তব্যে জেলেনস্কি বলেন, কিয়েভকে সমর্থন না দেওয়ায় রাশিয়া-ইরান সম্পর্ক ঘনিষ্ঠ করতে উৎসাহী হচ্ছে। তেলআবিবের নিরপেক্ষতার সমালোচনা করেন তিনি।
জেলেনস্কি বলেন, শুরুতে যদি তারা (পশ্চিমা রাজনীদিবিদরা) গুরুত্ব দিত তাহলে রাশিয়া-ইরান জোটবদ্ধ হতো না। ক্রেমলিনকে বিরক্ত না করার সিদ্ধান্ত এবং ইউক্রেনকে সত্যিকার অর্থে সহায়তা না করার কারণেই আজ এই পরিস্থিতি বলে হতাশা প্রকাশ করেন তিনি। রাশিয়া ইরান থেকে ২ হাজার ড্রোন কিনছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল