দখলকৃত পশ্চিম তীরে অন্তত চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোরে ব্যাপক সংখ্যক ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে অভিযানে প্রবেশ করে। ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সংঘর্ষে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সহিংসতার প্রতিবাদে গত সপ্তাহে ফিলিস্তিনিরা ধর্মঘট পালন করে।
সর্বশেষ ঘটনার বিষয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, তাদের বাহিনী নাবলুসে অভিযান পরিচালনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল