ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলো অভিযোগ করছে, রাশিয়া কিয়েভে আক্রমণে ইরানের ড্রোন ব্যবহার করছে। যদিও ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। তবে সোমবার রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ইরানের শীর্ষ কূটনীতিক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের তৈরি ড্রোন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ব্যবহার করছে যদি প্রমাণিত হয়, তাহলে আমরা চুপ থাকব না।
এমন সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন যখন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইরান থেকে ২ হাজার ড্রোন কিনছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান সোমবার বলেন, ইউক্রেন যুদ্ধে আমরা মস্কো-কিয়েভ উভয়কে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে। আমরা রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র কিংবা ড্রোন দেইনি।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করলেও মস্কোর সঙ্গে তেহরানের প্রতিরক্ষা চুক্তি আছে বলে স্বীকার করেছেন।
ইরানের শীর্ষ এই কূটনীতিক ড্রোন নিয়ে অভিযোগের জবাব দিতে ইউক্রেনের সাথে সরাসরি বৈঠকে বসারও ইচ্ছা প্রকাশ করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল