যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি স্কুলে এক বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালিয়েছে। এতে একজন নারী ও একজন কিশোরী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সকালে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজুয়াল এন্ড পারফর্মিং আর্টস স্কুলে এই ঘটনা ঘটে। স্কুলে ভয়াবহ গুলির ঘটনার শোক কাটিয়ে ওঠার আগেই এমন ঘটনা ফের ঘটল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আক্রমণকারী গুলি করা শুরু করলে শিক্ষার্থীরা দরজা বন্ধ করে শ্রেণিকক্ষের কোণায় জড়ো হয়। নিরাপত্তার জন্য কেউ কেউ আবার জানালা থেকে লাফ দেয়।
একজন ছাত্রী জানিয়েছে, গুলি শুরু করার আগে হামলাকারীর চোখে তার চোখ পড়ে। তবে এই ছাত্রী পালাতে সক্ষম হয়।
পুলিশ কমিশনার মাইকেল স্যাক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলাকারীর বয়স ২০ বছর। তবে এর থেকে বিস্তারিত কোনো তথ্য বা ভুক্তভোগীদের বিস্তারিত পরিচয় জানাননি তিনি।
যে নারী নিহত হয়েছেন তিনি শিক্ষক কিনা সেটাও বলেননি এই পুলিশ কর্মকর্তা। তবে তিনি জানান, হামলাকারীর কাছে লম্বা বন্দুক ছিল। ঘটনার খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে তারা স্কুলে পৌঁছান। গোলাগুলিতে আক্রমণকারী মারাত্মকভাবে আহত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল