ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্টের প্রাসাদের বাইরে থেকে এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে ২০ বছর বয়সী ওই নারী কেন প্রাসাদের সামনে গিয়েছিলেন, কীভাবে অস্ত্র পেয়েছেন তা এখনো জানা যায়নি। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় তাকে আটক করা হয়।
প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা আলী মোচতার নাগাবালিন এসব তথ্য জানিয়েছেন। ঘটনার সময় প্রাসাদে প্রেসিডেন্ট জোকো উইদোদো ছিলেন না বলে জানা গেছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাকার্তা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র : চ্যানেল নিউজ এশিয়া
বিডি প্রতিদিন/ফারজানা