রাশিয়ার রকেট এবং ইরানের তৈরি ড্রোন ইউক্রেনের এক তৃতীয়াংশ জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। সোমবার ইউক্রেনের পুনর্নির্মাণ বিষয়ক এক সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানান।
বার্লিনে অনুষ্ঠিত সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, দ্রুত পুনর্নির্মাণ পরিকল্পনার ১৭ বিলিয়ন ডলারের সিঙ্গেল সেন্ট ইউক্রেন হাতে পায়নি।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আসন্ন শীত যাতে আমাদের জন্য কঠিন হয় সেজন্য রাশিয়া সবকিছু ধ্বংস করছে।
জার্মানির এই সম্মেলনে চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় কমিশনের প্রধান ভন দার লিয়েনসহ জ্যৈষ্ঠ রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল