ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে বসতে যাওয়া ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি চলতি বছর (২০২২) তার যৌথ মালিকানায় থাকা আইটি ফার্ম ইনফোসিসের শেয়ার থেকে ১২৬ কোটির রুপি লভ্যাংশ পেয়েছেন।
ভারতের দ্বিতীয় বৃহত্তম এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাদা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা। তিনি এই কোম্পানির ৩.৮৯ কোটি শেয়ারের মালিক।
অক্ষতার মালিকানায় থাকা সম্পদের পরিমাণ ৫৯৫৬ কোটি রুপি।
ঋষি প্রধানমন্ত্রীর দৌড়ে নামার শুরুতেই আলোচনায় ছিলেন অক্ষতা। যুক্তরাজ্যে তার কর দেওয়া না দেওয়ার বিষয়টিও ছিল আলোচনায়।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় ধনকুবেরের মেয়ে অক্ষতার প্রেমে পড়েছিলেন ঋষি। তাদের ঘরে রয়েছে ২ কন্যা।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল