ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়েই রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিলেন ঋষি সুনাক।
সুনাক বলেছেন এই ভয়ানক যুদ্ধের সফল সমাপ্তি দেখতে চান তিনি। সাথে তিনি অর্থনীতির ভয়াবহ বিপর্যয়ের বিষয়েও সতর্ক করেছেন।
রাশিয়ার ইউক্রেন অভিযানের শুরু থেকে কিয়েভের পক্ষে দাঁড়িয়েছে লন্ডন। যুক্তরাজ্য ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে।
যদিও ক্রমবর্ধনমান জীবনযাপন ব্যয়ের প্রভাবে কাবু ব্রিটিশ সরকার। অর্থনৈতিক ও জ্বালানি ধকল সামাল দিতে ঋষি সুনাকের দেশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অর্থনৈতিক সংস্কার বিশেষ করে করনীতি সংশোধন করতে গিয়েইম তোপের মুখে মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন লিজ ট্রাস।
বিডি প্রতিদিন/নাজমুল