লিস ট্রাসের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। তার নতুন মন্ত্রিসভায় স্বাভাবিকভাবে কয়েকজন নতুন মুখ জায়গা পেয়েছেন। তবে কিছু পদে সাবেকদেরই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন ঋষি। লিজ ট্রাস কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করার পর জেরেমি হান্টকে অর্থমন্ত্রী করেছিলেন। লিজ ক্ষমতা ছাড়লেও জেরেমিকেই অর্থমন্ত্রী পদে বহাল রেখেছেন ঋষি।
ঋষি গতকাল দায়িত্বগ্রহণের পর প্রথম ভাষণে ব্রিটিশ অর্থনীতি বাঁচাতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। জেরেমিও লিজের আমলে দায়িত্ব গ্রহণের পর সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। গতকাল টুইটারে ঋষির সঙ্গে ছবি দিয়ে জেরেমি জানিয়েছেন, ‘দেশের সেবা ও ঋষির মন্ত্রিসভায় দায়িত্ব পালনের সুযোগ পেয়ে গর্বিত। এ দায়িত্ব পালন কঠিন হতে যাচ্ছে। বিপর্যস্ত মানুষদের সহযোগিতা, কর্মসংস্থান, ঋণ, বিল; এগুলোকে প্রাধান্য দিয়ে আমরা স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য কাজ করব’।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ঋষিকে সরকার গঠনের অনুমতি দেন। একই দিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন লিজ ট্রাস।
সূত্র : বিবিসি