যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমনন্ত্রী লিজ ট্রাস মাত্র ছয় সপ্তাহের মাথায় পদত্যাগের ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন। তার আগে রীতি অনুযায়ী বিদায়ী বক্তব্য দেন লিজ।
তিনি বলেন, ‘এই দেশের প্রধানমন্ত্রী হওয়া ভীষণ সম্মানের। বিশেষ করে ৭০ বছর শাসনের পর রানির মৃত্যুতে শোকগ্রস্ত জাতি ও নতুন রাজাকে স্বাগত জানানোর সময়টাতে। এই অল্প সময়ে আমার সরকার জরুরি ভিত্তিতে এবং সুনির্দিষ্টভাবে খেটে খাওয়া পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের পাশে থেকেছে। সরকার জাতীয় ইনস্যুরেন্স বৃদ্ধিতে পরিবর্তন এনেছে, জ্বালানি বিলের মাধ্যমে লাখ লাখ মানুষকে সহায়তা করেছে এবং দেউলিয়া হওয়ার হাত থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচিয়েছে। জ্বালানি খাতে আমরা স্বাধীন হওয়ার চেষ্টা করেছি যাতে আন্তর্জাতিক বাজারের উঠানামা কিংবা ক্ষতিকর বিদেশি শক্তির কাছে নতজানু থাকতে না হয়’।
লিজ ট্রাস আরও বলেছেন, ‘দেশের কল্যাণের জন্য আমি ঋষি সুনাকের সফলতা কামনা করছি। আমাদের দেশ কঠিন ঝড়ের মোকাবেলা করছে। কিন্তু আমি আমার দেশবাসীর ওপর বিশ্বাস রাখি। আমি জানি সামনে সুদিন অপেক্ষা করছে’।