গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলোকে পাশে পেয়েছে ইউক্রেন। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রও। অস্ত্র, অর্থসহ নানাভাবে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে তারা। ইউক্রেনের হয়ে রাশিয়াকে নানা ধরনের হুঁশিয়ারিও দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসেডেন্ট জো বাইডেন। এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে পরমাণু হামলা, ডার্টি বোমা হামলা করতে পারে বলে অভিযোগ তুলেছেন।
গতকাল মঙ্গলবার জো বাইডেনকে জিজ্ঞেস করা হয়, যুদ্ধে রাশিয়া ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে কী না। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই: রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করলে মারাত্মক ভুল করবে’।
উল্লেখ্য, ডার্টি বোমা পারমাণবিক অস্ত্র নয়। এটি তেজস্ক্রিয় বর্জ্যে মোড়ানো একটি প্রচলিত বিস্ফোরক। বাইডেন আরও বলেন, ‘এটা ভুয়া তথ্য- এমন নিশ্চয়তা দিবো না। তবে রাশিয়া এটা করলে গুরুতর, খুবই গুরুতর একটা ভুল হবে’।
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা