ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজনাথ সিংয়ের সঙ্গে সের্গেই শহগু ‘ডার্টি বোমা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গত রবিবার থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শইগু বিভিন্ন দেশের প্রতিরক্ষারমন্ত্রী সঙ্গে টেলিফোনে ‘ডার্টি বোমা’ নিয়ে কথা বলছেন।
‘ডার্টি বোমা’ হলো ‘রেডিয়োলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস’ (আরডিডি)। এগুলো আসলে সাধারণ বোমা। কিন্তু এর বিস্ফোরকের সঙ্গে মেশানো থাকে তেজস্ক্রিয় পদার্থ। ফলে মানুষের দেহে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থাকে। এ বোমা ব্যবহারে সামগ্রিকভাবে দূষিত হয়ে ওঠে পরিবেশ।
তবে রাশিয়ার এমন দাবি নাকচ করে এর নিন্দা জানিয়েছে কিয়েভ। ইউক্রেন বলছে, এটি অপ্রমাণিত দাবি। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল