যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বলেছেন, যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে তার দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।
সিএনএনের প্রধান আন্তর্জাতিক অ্যাঙ্কর ক্রিস্টিয়েন আমানপুরের সঙ্গে এক সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে আন্দ্রেই কেলিন বলেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে না। এটা অবশ্যই ঘটবে না। তিনি আরও বলেন, আমাদের প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না।
এমন এক সময় যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এই মন্তব্য করলেন যখন প্রেসিডেন্ট পুতিন সেনাদের সামরিক প্রশিক্ষণের নেতৃত্ব দিয়েছেন। গত মাসে ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্তের সময় পুতিন বলেছিলেন– এসব অঞ্চল রক্ষায় হাতে থাকা সব অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল