সদ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে বসা ঋষি সুনাকের সাথে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই আলাপে তারা দুই দেশের মুক্ত বাণিজ্যের বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘আজ ঋষি সুনাকের সাথে কথা বলে খুশি হয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা অবাধ ও ভারসাম্যপূর্ণ মুক্ত বাণিজ্যের বিষয়ে আলাপ করেছি।’
ঋষি সুনাকও পাল্টা টুইটে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার আন্তরিক কথার জন্য ধন্যবাদ। ভারত ও যুক্তরাজ্য অনেক কিছুর অংশীদার। প্রতিরক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্বে সামনের দিনগুলো আমরা দুইয়ে মিলে যা অর্জন করতে পারবো সে বিষয়েও আমি উৎফুল্ল।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল