ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। সেখানকার সাত বছরের এক শিশুকে জুতা পরার সময় পায়ে বিষাক্ত এক বিছা কামড় দিয়েছিল। এ ঘটনার পর সাতবার হার্ট অ্যাটাক হয় ওই শিশুর। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই শিশুর নাম লুইজ মিগুয়েল ফুর্তাদো বারবোসা। ২৩ অক্টোবর পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল তার। বাড়ি থেকে বের হওয়ার আগে জুতা পরার সময় সে ব্যথায় চিৎকার করে ওঠে। লুইজের মা অ্যাঞ্জেলিটা প্রোয়েঙ্কা ফুর্তাদো ছুটে গিয়ে দেখেন ছেলের পায়ে একটি বিষাক্ত বিছা কামড় দিয়েছে।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ছেলে জুতা পরার প্রায় সঙ্গে সঙ্গে ব্যথায় চিৎকার করে ওঠে। ওর পা লাল হতে শুরু করে। ব্যথায় চিৎকার করতে শুরু করে আমার ছেলে। আমি বুঝতে পারি যে আমার ছেলেকে বিছে কামড়েছে।”
এরপরই একটি ব্রাজিলিয়ান হলুদ বিছাকে দেখতে পায় লুইজের পরিবার। ছেলেকে সাও পাওলো ইউনিভার্সিটির ‘ফ্যাকাল্টি অব মেডিসিন ক্লিনিক’ হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। প্রাথমিক চিকিৎসার পর লুইজের শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে আবার অবস্থার অবনতি হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় লুইজের। চিকিৎসকরা জানান, মৃত্যুর আগে লুইজ মোট সাতবার হৃদরোগে আক্রান্ত হয়।
ওই বিছাটিকে ‘টিটিয়াস সেরুল্যাটাস’ বলে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর সাও পাওলোতে বিছার কামড়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মিরর, নিউজ ডটকম ডটএইউ, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, ডেইলি স্টার ইউকে
বিডি প্রতিদিন/কালাম