আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া আজ শুক্রবার সকালে সাগর অভিমুখে অন্তত ৮০টি গোলা নিক্ষেপ করেছে। খবর রয়টার্সের।
কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়ার মেয়াদ আরো পাঁচ দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেয়ার পর পিয়ং ইয়ং এ পদক্ষেপ নিল। গত সোমবার ওয়াশিংটন ও সিউল ওই যৌথ মহড়া শুরু করেছিল।
এর আগে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়া পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র দু’দেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে সৃষ্ট উত্তেজনা আরো বেড়ে গেছে।
বিডি-প্রতিদিন/শফিক