যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, ভয় দেখিয়ে কোনো কাজ আদায় হবে না। শুক্রবার পোলান্ডের প্রধানমন্ত্রী মাতেউসজ মোরাউয়েকির সঙ্গে এক টেলিফোন আলাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পোলান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে ঋষি সুনাক বলেছেন, ‘যুক্তরাজ্য সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করছে। বাল্টিক অঞ্চলে ব্রিটিশ সেনারা যৌথ কর্মসূচি বাড়িয়েছে ‘
টেলিফোন আলাপে মাতেউসজ মোরাউয়েকি এবং ঋষি সুনাক সম্মত হন যে, ‘ভয়-ভীতিতে কাজ হবে না, পুতিনকে এমন বার্তা প্রদান করতে হবে।’ সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল