লংমার্চে গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানকে দেখতে যেতে পারেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ আরও বলেন, রাজনৈতিক সম্প্রীতির কারণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানকে দেখতে যেতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়, বিবেচনাধীন আছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে এ বিষয়ে তিনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন।
গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে আগাম নির্বাচনের দাবিতে শুরু হওয়া ইমরান খানের লং মার্চে ঢুকে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ পিটিআইয়ের কয়েজন নেতা গুলিবিদ্ধ হন। ইমরান খান ঘটনার জন্য দলের নেতাদের কাছে সন্দেহভাজন হিসেবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাল্লাহ এবং সেনাবাহিনীর মেজর জেনারেল ফয়সালের দিকে অভিযোগের আঙুল তোলেন। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল