রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের বাধ্যতামূলক সরানোর নির্দেশ দিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের এই অঞ্চলটি এখন পর্যন্ত রুশ সেনাদের দখলে রয়েছে। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এই আক্রমণে তারা বেশ সফলতাও পেয়েছে। ইউক্রেনীয় সেনারা এখন খেরসনের দিকে অগ্রস হচ্ছে। ফলে খেরসন ‘সংঘাতপূর্ণ’ অঞ্চলে পরিণত হয়েছে।
কিছু দিন আগে খেরসনে নিযুক্ত রুশ প্রশাসন অঞ্চলের বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর অনেকে সরে গেলেও কিছু নাগরিক এখনো সেখানে অবস্থান করছেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির খবরে বলা হয়েছে, ক্রেমলিনপন্থি অ্যাকটিভিস্টদের সঙ্গে এক সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘খেরসনে যারা বসবাস করছে তাদেরকে অবশ্য সরাতে হবে। বেসামরিক নাগরিকদের ভয়ানক কর্মকাণ্ডের ভুক্তভোগী হওয়া উচতি নয়।’
গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট পুতিন এই খেরসনসহ ইউক্রেনের মোট চারটি অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেছিলেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল