ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলার কারণে তাদের ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার এক বক্তব্যে জেলেনস্কি বলেন, রাতে প্রায় ৪৫ লাখ গ্রাহকের সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া জ্বালানি সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে এতে তাদের দুর্বলতা বোঝা যায়। তারা ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে হারাতে পারবে না, তাই এভাবে আমাদের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে।
কিছু দিন আগে এক বক্তব্যে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার হামলার তাদের প্রায় এক তৃতীয়াংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল