যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারির পরও থেকে নেই উত্তর কোরিয়া। এবার সাগরে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া বলে তথ্য পাওয়া গেছে। শনিবার পশ্চিম সাগরে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্সের।
জানা গেছে, উত্তেজনা বাড়িয়ে চলতি সপ্তাহে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও ছিল।তবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, বুধবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে উত্তর কোরিয়ার মুহুর্মুহু গোলা নিক্ষেপের তথ্য পাওয়া যায়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া শুক্রবার সকালে সাগর অভিমুখে অন্তত ৮০টি গোলা নিক্ষেপ করে।
এদিকে, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের ছয়দিনের যৌথ সামরিক মহড়া শেষ করেছে। উল্লেখ্য, এই মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি বি-ওয়ানবি কৌশলগত বোমারু বিমান, চারটি এফ-১৬ এবং চারটি এফ-৩৫এ যুদ্ধবিমান অংশ নিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক