লং মার্চে গুলিবিদ্ধের ঘটনায় তিন সন্দেহভাজনের নাম জানিয়েছেন ইমরান খান। তারা হলেন- শাহবাজ শরিফ (পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী), রানা সানাউল্লাহ (বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী) এবং মেজর জেনারেল ফয়সাল।
তবে ইমরান খানের ওপর হামলা নিয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খানের ওপর গুলির ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
শনিবার বিকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, তিনি বা অন্য দু’জনের কেউই এ ঘটনার সঙ্গে জড়িত নন।
পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, যদি আমি অথবা অন্যরা এই ষড়যন্ত্রে জড়িত থাকি, তাহলে আমার এক সেকেন্ডও ক্ষমতায় থাকার অধিকার নেই। যদি আমার বিরুদ্ধে সামান্য প্রমাণও থাকে, তাহলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ইমরান খানের অভিযোগ তদন্তের জন্য পূর্ণাঙ্গ কোর্ট গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি ন্যায়বিচারের জন্য অবিলম্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। জনগণের পক্ষে তার এই অনুরোধে সমর্থন প্রত্যাশা করেন তিনি।
প্রধান বিচারপতির উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, যদি এই অনুরোধ না রাখা হয়, তাহলে এসব প্রশ্ন চিরদিন রয়েই যাবে। সূত্র: জিও
বিডিপ্রতিদিন/কবিরুল