ইরান প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য স্বীকার করেছে। তবে দেশটি জানিয়েছে, এই ড্রোন ইউক্রেনে যুদ্ধ শুরুর আগেই সরবরাহ করা হয়েছিল।
শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান রাশিয়াকে ড্রোন দেওয়া নিয়ে এই তথ্য প্রকাশ করেন।
ইউক্রেনসহ দেশটির পশ্চিমা মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলেছে। তবে আজকের আগ পর্যন্ত ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করেছে।
গেল অক্টোবরে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা করে। এতে দেশটির ৩০ শতাংশ বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরান ড্রোন দিয়েছে এ প্রসঙ্গে মস্কো বলে আসছে, এই ড্রোনগুলো তারা নিজেরাই উৎপাদন করছেন।
তবে বিশেষজ্ঞদের ধারণা, ইরান থেকে নেওয়া ড্রোনগুলোর প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া একই ধরণের ড্রোন তৈরি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর শনিবারের বক্তব্যেও বিষয়টি সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, আমরা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পূর্বে অল্প কিছু ড্রোন দিয়েছিলাম। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল