করোনার কঠোর বিধি-নিষেধের বিরুদ্ধে চীনের জনগণ বিক্ষোভ করছে। বিক্ষোভের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
গতকাল থেকে আন্দোলনকারীদের ওপর কঠোর হতে শুরু করেছে চীনের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেফতার করা হচ্ছে।
জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডা চীনের প্রতি আন্দোলনকারীদের ক্ষতি করা কিংবা ভয়ভীতি না দেখানোর আহ্বান জানিয়েছে।
এদিকে খবরে বলা হয়েছে, চীনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার রাতে চীনের মেগাসিটি গুয়াংঝুতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান । সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল