আফগানিস্তানের উত্তরাঞ্চলের সামাঙ্গান প্রদেশে একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৪ জন। বুধবার দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
সামাঙ্গানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, প্রাদেশিক রাজধানী আইবাকে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তিনি জানান, বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১ টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাহদিয়া মাদরাসায় বিস্ফোরণ ঘটে। এই মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশুনা করে।
তবে এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। মুহাজির বলেছেন, মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল