করোনার তীব্র বিধি-নিষেধের কারণে চীনে সম্প্রতি নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। এই ঘটনার পর বিভিন্ন শহরে বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার সাংহাই ও গুয়াংঝৌ শহরের বিভিন্ন এলাকায় লকডাউন তুলে নেওয়া হয়েছে। রাজধানী বেইজিংয়ে করোনার মৃদু উপসর্গ দেখা গেলে বাসায় অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে। চংকিং শহরেরও কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
গত সপ্তাহে চীনের জিনজিয়াং অঞ্চলে একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহত হন। অনেকের বিশ্বাস, চলমান করোনা বিধিনিষেধের জেরে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। এরপর থেকেই বিভিন্ন শহরে করোনা বিধিনিষেধবিরোধী বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে বলে জানা গেছে।
এদিকে লকডাউন তুলে নেওয়ার পর অনেকেই বেশ খুশি।
করোনা মহামারি শুরুর পর সম্প্রতি সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে চীন। বুধবার দেশটিতে সর্বোচ্চ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হন। আর দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ২০০ জনের বেশি। তবে ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীনে করোনার মৃত্যুহার নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল