প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল টুইটারে বিজ্ঞাপন শুরুর পরিকল্পনা করছে। শনিবার গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে শীর্ষ ধনী ইলন মাস্ক অভিযোগ করেন, প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে বের করে দেওয়ার হুমকি দেয়।
গত সোমবার এক টুইটার পোস্টে মাস্ক লেখেন, ‘অ্যাপল টুইটারে বিজ্ঞাপন দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। তারা কি আমেরিকায় মুক্ত মতকে ঘৃণা করে?’ পরে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে মাস্ক আরও একটি টুইট করেন। সেখানে মাস্ক লেখেন, ‘এখানে কী চলছে?’
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার টুইটার থেকে বিজ্ঞাপনদাতাদের প্রণোদনার অফার দিয়ে ইমেইল করা হয়। এরপর অ্যাপল বিজ্ঞাপন শুরুর ইঙ্গিত দেয়।
এদিকে শনিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন বছরে টুইটারে ১০০ মিলিয়ন ডলার বিজ্ঞাপন প্রদানের পরিকল্পনা করছে। তবে অ্যামজন কখনো টুইটারে বিজ্ঞাপন বন্ধ করেনি বলে জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল