মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের গতি ধীর হচ্ছে। শীতের কয়েক মাস যুদ্ধের এমন গতি থাকবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ কমে আসছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগামী বসন্তকালের জন্য যেকোনো প্রতিরোধের জন্য দুই পক্ষই পুনর্গঠিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেছেন, গত মাসে খেরসন এলাকা থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করার পরে যুদ্ধের গতি কমে গেছে।
এভ্রিল হেইনেস বলেন, আমরা ইতোমধ্যে রাশিয়া ও ইউক্রেন সংঘাতের ধীর গতি দেখতে পাচ্ছি। আশা করি গামী মাসগুলোতেও এই ধারা দেখতে পাব।’
হেইনেস আরও বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করছে নিজের সামরিক বাহিনী নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্ট ধারণা নেই। তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা রুশ বাহিনীতে গোলাবারুদ, মনোবল, রসদ ও অস্ত্রশস্ত্র সরবরাহে ঘাটতি দেখছে।
ইউক্রেন যুদ্ধ এখন নয় মাসে গড়িয়েছে। রাশিয়া দখল করা ভূমির অর্ধেকেরও বেশি হারিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল